ম্যাকগ্রার পর অ্যান্ডারসন

ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স এনে দিল ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। ফিরে পেলেন শীর্ষস্থান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের পারফরম্যান্সে আবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার জেমস অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 11:45 AM
Updated : 10 Sept 2017, 11:57 AM

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। রেটিং পয়েন্ট হয়েছে ৮৯৬। ইংলিশ পেসারের অর্জনে দুইয়ে নেমে গেছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।

গত বছরের অগাস্টে র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন। এরপর এবার সেই জায়গা ফিরে পেলেন ৩৫ বছর ৪২ দিন বয়সে। ২০০৯ সালের জুলাইয়ে মুত্তিয়া মুরালিধরনের পর আর কোনো বোলার এত বয়সে শীর্ষে ওঠেননি। পেসারদের বিবেচনায় নিলে যেতে হবে আরও সাড়ে ৩ বছর পেছনে। ২০০৬ সালের জানুয়ারিতে গ্লেন ম্যাকগ্রার পর সবচেয়ে বেশি বয়সে শীর্ষে ওঠা পেসার অ্যান্ডারসনই।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে লর্ডস টেস্টের ম্যাচ সেরা বেন স্টোকস এগিয়েছেন র‌্যাঙ্কিংয়ের তিন বিভাগেই। ব্যাটিংয়ে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ২০ নম্বরে। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২১ নম্বরে।

আর ব্যাটিং-বোলিংয়ে এমন পারফরম্যান্সে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন চারে। পাঁচে নেমে গেছেন মইন আলি। শীর্ষে যথারীতি সাকিব আল হাসান।