রোচ-হোল্ডারদের নৈপুণ্যে লড়াইয়ে উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017 03:09 AM BdST Updated: 09 Sep 2017 03:44 AM BdST
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেও দেখা গেল বোলারদের দাপট। তবে কেমার রোচ ও জেসন হোল্ডারের বোলিং তোপের মাঝে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বেন স্টোকস। তার দৃঢ় ব্যাটিংয়ে লিড পায় ইংলিশরা।
জবাবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৭১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৯৩ নিয়ে দিন শেষ করেছে তারা। এগিয়ে আছে ২২ রানে।
দুদলের বোলারদের দাপুটে পারফরম্যান্সের মাঝে দারুণ এক কীর্তি গড়েছেন জেমস অ্যান্ডারসন। পেসারদের মধ্যে তৃতীয় আর সব মিলিয়ে ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট পেয়েছেন তিনি।

ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাট হাতেও দৃঢ়তা দেখান বেন স্টোকস। ব্যাটিং বিপর্যয়ের মাঝে দলের হাল ধরেন তিনি, খেলেন ৬০ রানের মূল্যবান ইনিংস। তাকে বোল্ড করে ফেরান গ্যাব্রিয়েল। ৭৪ বলের ইনিংসকে ১০টি চার মারেন প্রথম দিন প্রতিপক্ষের ব্যাটিং ধ্বসিয়ে দেওয়া এই অলরাউন্ডার।

ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নেন রোচ। আগের দিন দুই উইকেট নেওয়া এই পেসার এদিনে ফেরান ডাভিড মালান, জনি বেয়ারস্টো ও মইন আলিকে। হোল্ডার শিকারের ৪টি।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২৩
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫২.৫ ওভারে ১৯৪ (কুক ১০, স্টোনম্যান ১, ওয়েস্টলি ৮, রুট ১, মালান ২০, স্টোকস ৬০, বেয়ারস্টো ২১, মইন ৩, রোল্যান্ড-জোন্স ১৩, ব্রড ৩৮, অ্যান্ডারসন ৮*; রোচ ৫/৭২, গ্যাব্রিয়েল ১/৬৪, হোল্ডার ৪/৫৪)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩১ ওভারে ৯৩/৩ (ব্র্যাথওয়েট ৪, পাওয়েল ৪৫, কাইল হোপ ১, শাই হোপ ৩৫*, চেইস ৩*; অ্যান্ডারসন ২/১৭, ব্রড ১/২৫, রোল্যান্ড জোন্স ০/১৭, স্টোকস ০/২৯)
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ