‘সাকিবও তো মানুষ’

কখনও কখনও সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশের ‘সুপারম্যান’। অতিমানবীয় পারফরম্যান্সে দলকে এনে দেন অবিস্মরণীয় সব সাফল্য। তবে দিনশেষে তিনি তো রক্ত-মাংসের মানুষ। সাফল্যের অনির্বচনীয় সব স্বাদ যেমন এনে দেন, তেমনি ব্যর্থতার তিক্ততাও আসে। সেটিই মনে করিয়ে দিয়ে মুশফিকুর রহিম অনুরোধ করেছেন প্রত্যাশায় লাগাম দিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 03:09 PM
Updated : 7 Sept 2017, 04:18 PM

ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের নায়ক ছিলেন সাকিব। সেই তুলনায় চট্টগ্রামে ছিলেন বিবর্ণ। দুই ইনিংসে রান ২৪ ও ২, উইকেট দুটি।

সাকিব পারেনি, পারেনি বাংলাদেশও। তবে সাকিবকে কোনো দায় দিতে চান না অধিনায়ক। বরং তুলে ধরলেন অন্যদের ব্যর্থতার কথা।

“ও তো একটা মানুষ। প্রতি ম্যাচে তো আর তামিম, সাকিব বা আমাদের বড় ক্রিকেটাররা খেলে দিতে পারবে না। ওদের দলেও কিন্তু দুই-তিন জন বড় ক্রিকেটার আছে। ওরা যদি খারাপ করে তাহলে কি অস্ট্রেলিয়া হেরে যাবে? নতুন যারা আছে, তারাসহ সবাই চেষ্টা করে অবদান রাখার।”

“সাকিব হয়তো একটু দুর্ভাগা ছিল, যেভাবে আউট হয়েছে দ্বিতীয় ইনিংসে। ও যদি ভালো করে তাহলে ওর জন্যও ভালো, দলের জন্যও ভালো। অবশ্যই এটা মিস করি। তবে ও পারফর্ম না করলে কিন্তু অন্যদের সামনে সুযোগ থাকে। যেটা অন্যদের সামনে ছিল, ওরা হাতছাড়া করেছে।”