রেকর্ডে ভাস্বর লায়ন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2017 04:33 PM BdST Updated: 07 Sep 2017 10:21 PM BdST
অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট অফ স্পিনার যখন হয়েছিলেন, তখন থেকেই সতীর্থরা তাকে বলেন ‘গ্রেটেস্ট অব অলটাইম’; সংক্ষেপে জিওএটি। সেটি অনেকটা মজা করেই। তবে দুর্দান্ত পারফরম্যান্সে সত্যিই নিজেকে নতুন উচ্চতায় তুলে নিচ্ছেন ন্যাথান লায়ন। বাংলাদেশ সিরিজটি রাঙালেন দারুণ সব রেকর্ডে।
Related Stories
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬টি নিলেন ৬০ রানে। ম্যাচে ১৫৪ রানে ১৩ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। আগের সেরা ছিল আরেক অফ স্পিনারের, যাকে মনে করা হয় সর্বকালের সেরা। ২০০৭ সালে ক্যান্ডিতে ৮২ রানে ১২ উইকেট নিয়েছিলেন মু্ত্তিয়া মুরালিধরন।
শুধু বাংলাদেশের বিপক্ষে নয়, এশিয়াতে কোনো অস্ট্রেলিয়ান বোলারের সেরা বোলিংয়ের রেকর্ডও এখন লায়নের। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে পুনে টেস্টে স্টিভেন ও’কিফের ৭০ রানে ১২ উইকেট ছিল আগের সেরা।

এই ম্যাচের ১৩টির সঙ্গে আগের টেস্টের ৯টি, সিরিজে লায়নের ২২ উইকেটও একটি রেকর্ড। ২ টেস্টের সিরিজে এত বেশি উইকেট নেই অস্ট্রেলিয়ার আর কারও। আগের রেকর্ডটি ছিল সেই ১৮৮৭ সালে জন জেমস ফেরিসের! সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টে নিয়েছিলেন ১৮ উইকেট।
২ টেস্ট ম্যাচের সিরিজের বিশ্বরেকর্ড থেকেও মাত্র একটি উইকেট দূরে থেকে শেষ করেছেন লায়ন। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টে ২৩ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।
আগের টেস্টে দারুণ পারফরম্যান্সের পরও হেরেছিল দল। এবার গড়ে দিলেন জয়ের ভিত। অর্জনের তৃপ্তি তাই নিশ্চয় অনেকটাই বেড়ে যাবে লায়নের!
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে