শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতেও জিতল ‘অজেয়’ ভারত

শ্রীলঙ্কা সফরে সব ম্যাচ জিতল ভারত। ৩ টেস্ট, ৫ ওয়ানডের পর একমাত্র টি-টোয়েন্টিতেও শেষ হাসি অতিথিদের। নিজের পঞ্চাশতম টি-টোয়েন্টিতে দারুণ এক ফিফটিতে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 06:07 PM
Updated : 6 Sept 2017, 06:07 PM

সফরের শেষ ম্যাচে অতিথিদের জয়টি ৭ উইকেটের। স্বাগতিকদের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ৪ বল বাকি থাকতে পৌঁছে যায় ভারত।

বড় লক্ষ্যে দ্রুত রান তোলা ভারত ৬ ওভারের মধ্যে হারায় দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। দুই অঙ্কে যাওয়ার আগেই রোহিত শর্মাকে বিদায় করেন লাসিথ মালিঙ্গা। সিকুগে প্রসন্নর বলে দাসুন শানাকার দুর্দান্ত ক্যাচে ফিরেন লোকেশ রাহুল।

শুরুতে একটু ভুগছিলেন কোহলি। তবে স্বরূপে ফিরতে বেশি সময় লাগেনি। দারুণ সব শটে এলোমেলো করেছেন লঙ্কানদের বোলিং। রান তাড়ায় নিজের ঈর্ষণীয় রেকর্ড করেছেন আরেকটু উজ্জ্বল। লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি রান, এই ম্যাচেই নিয়ে গেছেন চার অঙ্কে।

লক্ষ্য তাড়ায় ফিফটি করাকে এক রকম অভ্যাসে বানিয়ে ফেলেছেন কোহলি। শেষ ১১টি সফল লক্ষ্য তাড়ায় এনিয়ে করলেন ৮টি ফিফটি।। ৫৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৮২। এই ইনিংসেই ম্যাচ মুঠোয় নেয় ভারত।

এর আগে দিলশান মুনাবিরার ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজে পুরোপুরি ব্যর্থ বিস্ফোরক টপ অর্ডার ব্যাটসম্যান ২৯ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় করেন ৫৩।

প্রথম ১০ ওভারে ৯০ রান সংগ্রহ করা স্বাগতিকরা মুনাবিরার বিদায়ের পর রানের গতি ধরে রাখতে পারেনি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে প্রতিরোধ গড়া আশনা প্রিয়াঞ্জন ৪০ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭০/৭ (ডিকভেলা ১৭, থারাঙ্গা ৫, মুনাবিরা ৫৩, ম্যাথিউস ৭, প্রিয়াঞ্জন ৪০*, থিসারা ১১, শানাকা ০, প্রসন্ন ১১, উদানা ১৯*; ভুবনেশ্বর ১/৩৬, বুমরাহ ১/৩৮, চাহাল ৩/৪৩, প্যাটেল ০/২৯, কুলদীপ ২/২০)

ভারত: ১৯.২ ওভারে ১৭৪/৩ (রোহিত ৯, রাহুল ২৪, কোহলি ৮২, পান্ডিয়া ৫১*, ধোনি ১*; ম্যাথিউস ০/৩৩, উদানা ১/৩৬, মালিঙ্গা ১/৩১, প্রসন্ন ১/২৫, ধনাঞ্জয়া ০/২৮, পেরেরা ০/২০)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: বিরাট কোহলি