জেতা অসম্ভব নয়: মুস্তাফিজ

১ উইকেট হাতে নিয়ে ৭২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। চট্টগ্রাম টেস্টে চালকের আসনে অতিথিরাই। তবে নিজেদের খুব একটা পিছিয়ে রাখছেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার মনে করছেন, ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে জেতা সম্ভব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 02:57 PM
Updated : 6 Sept 2017, 02:59 PM

মাঠে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা মুস্তাফিজ বরাবরই আড়ষ্ট থাকেন সংবাদ সম্মেলনে। নিজের জন্মদিনে একটু হাসিখুশি ছিলেন। সতীর্থরা জন্মদিনে কেটেছেন কেক। 

দিনটাও ভালো কেটেছে মুস্তাফিজের। নিয়েছেন সিরিজে প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের উইকেট। ফিরিয়েছেন ম্যাথু ওয়েডকে।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা মুস্তাফিজকে দেখা গেছে চনমনে মেজাজে। তবে প্রশ্ন শুরু হতেই মিলিয়ে যায় হাসি। কোনোটার উত্তর দেন এক-দুই শব্দে। কোনটায় কাজ সারেন মাথা ঝাঁকিয়ে। জানালেন জেতার আশার কথা।  

“আর একটা উইকেট নিতে হবে। এখনো দুই দিন আছে। আমাদের ব্যাটসম্যানরা যদি বড় টার্গেট দিতে পারে, অসম্ভব কিছু না।”

সেই বড় টার্গেটটা কত সেই প্রশ্নে আবার নীরব মুস্তাফিজ, “ডিফিকাল্ট প্রশ্ন।”

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করেছে ৩৭৭ রান। মুস্তাফিজ মনে করেন, ম্যাচ এখনও তাদের নাগালের বাইরে চলে যায়নি।

“যদি আমরা খুব ভালো করতে পারি, তাহলে অসম্ভব কিছু না।”