ওয়ার্নারের মন্থরতম সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2017 03:13 PM BdST Updated: 06 Sep 2017 03:20 PM BdST
সেই একইরকম অন্য প্রান্তে ছুটে চলা। উইকেট পেরিয়ে গিয়ে একভাবে লাফ। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে দুহাত উঁচিয়ে অভিনন্দনের জবাব। ডেভিড ওয়ার্নারের চেনা ‘ট্রেডমার্ক” উদযাপন। কিন্তু ইনিংস জুড়েই ওয়ার্নার ছিলেন অচেনা!
দেখা যায়নি রান তোলার তাড়া। ছিল না শট খেলতে চাওয়া। উইকেট মন্থর। কন্ডিশন প্রতিকূল। ওয়ার্নার যেন পণ করেছিলেন নিজেকে নতুন করে চেনানোর। এই ওয়ার্নার বিস্ফোরক কোনো ব্যাটসম্যান নন, রোমাঞ্চকর ইনিংস খেলতে তৃষ্ণার্ত নন। বরং কন্ডিশন বুঝে দলের প্রতি নিবেদিত একজন ব্যাটসম্যান। উইকেট আঁকড়ে রেখেছেন। লড়াই করেছেন।
লড়াই প্রচণ্ড গরমের সঙ্গে। লড়াই নিজের সহজাত প্রবৃত্তির সঙ্গে। যিনি টেস্টও খেলেন ওয়ানডের গতিতে, সেঞ্চুরি করে ফেলেন এক সেশনেই, সেই ওয়ার্নার সেঞ্চুরি করলেন ৩১৩ মিনিট খেলে। ২০৯ বলে স্পর্শ করলেন সেঞ্চুরি, যেটি অনয়াসেই তার ক্যারিয়ারের মন্থরতম!
এর আগে তার মন্থরতম সেঞ্চুরি ছিল ১৫৪ বলে, ২০১৪ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে। সেঞ্চুরি করতে তার দেড়শ বল লেগেছিল ওই একবারই।
ওয়ার্নারের লড়াইয়ের সূচনা আগের দিনই। স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম এই উইকেটেও খেলেছেন নিজেদের মত শট। কিন্তু ওয়ার্নার ছিলেন পুরোপুরিই খোলসে আবদ্ধ। খেলে গেছেন নিজের তৈরি করা জোনে থেকে।

সেঞ্চুরির ঠিক আগেও তার পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। তাকে ৯৯ রানে আটকে রেখেছিল অনেকক্ষণ। ৯৯ থেকে ১০০ পর্যন্ত যেতে লাগল ১৫ বল। তবু হাল ছাড়েননি। ঠাণ্ডা মাথায় চালিয়ে যান নিজের কাজ। শেষ পর্যন্ত নাসির হোসেনের বলে চার মেরে ছুঁয়েছেন সেঞ্চুরি। সেটি ছিল মাত্র তার পঞ্চম বাউন্ডারি। বলার অপেক্ষা রাখে না, সেঞ্চুরিতে এত কম বাউন্ডারিও এই প্রথম!
সব মিলিয়ে ৬৬ টেস্টে সেঞ্চুরি হলো তার ২০টি। আগের টেস্টের চতুর্থ ইনিংসেও করেছিলেন সেঞ্চুরি। সেটি ছিল নিজের চেনা গতিতেই। এবার উল্টো। এশিয়ায় পিঠেপিঠি সেঞ্চুরি করা মাত্র ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তিনি।
শেষ পর্যন্ত আউট হলেন ২৩৪ বলে ১২৩ রানে। তবে দলকে দিয়ে গেছেন শক্ত ভিত। বাংলাদেশ হয়ত আক্ষেপ করবে, দু দফায় তাকে জীবন না দিলে ম্যাচের গতিপথই হতো অন্যরকম!
আগের টেস্টের সেঞ্চুরি ছিল উপমহাদেশে তার প্রথম সেঞ্চুরি। চতুর্থ ইনিংসে টার্নিং উইকেটের সেই সেঞ্চুরিকে বলেছিলেন নিজের সেরা সেঞ্চুরি। এবার মন্থর উইকেটে, কঠিন কন্ডিশনে, নিজের সহজাত খেলার সঙ্গে আপোস করে যে সেঞ্চুরি করলেন, হয়ত সেরার বাছাইয়ে হয়ত নতুন করে ভাবতে হবে তাকে!
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’