বাংলাদেশের ৩০৫ রানের জবাবে শুরুতে ধাক্কা খেলেও স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে তা কাটিয়ে ওঠে অস্ট্রেলিয়া। আর তৃতীয় উইকেটে ওয়ার্নারের স্বভাববিরুদ্ধ ও পিটার হ্যান্ডসকমের সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে চলেছে অতিথিরা। তিন অর্ধশতকে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২২৫। ছবি: সুমন বাবু-
-
ন্যাথান লায়নের বলে বোল্ড মুশফিকুর রহিম।
-
অ্যাস্টন অ্যাগারের বলে আউট নাসির হোসেন।
-
অহেতুক ঝুঁকি নিতে গিয়ে রান আউট মেহেদী হাসান মিরাজ।
-
তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের শেষ উইকেট জুটিতে তিনশ পেরোয় বাংলাদেশ।
-
সপ্তম শিকারের পর লায়ন।
-
দুর্দান্ত ক্যাচে রেনশকে ফেরান মুশফিক।
-
শুরুতেই রেনশকে আউট করে বাংলাদেশের উল্লাস।
-
ওয়ার্নার-স্মিথের জুটিতে শুরুর ধাক্কা সামলায় অস্ট্রেলিয়া।
-
স্মিথকে বোল্ড করা তাইজুলকে ঘিরে সতীর্থদের উল্লাস।
-
দিন শেষে ১২৭ রানে অপরাজিত ওয়ার্নার-হ্যান্ডসকম জুটি।