নট আউট থাকলে দল ভালো অবস্থানে থাকত: সাব্বির

শতকের সুযোগটা হাতছাড়া হয়ে গেল? প্রশ্ন শুনে মাথা ঝাঁকিয়ে সায় দিলেন সাব্বির রহমান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতক না পাওয়া নয় তার জন্য বড় আক্ষেপ হয়ে থাকছে ভুল সময়ে আউট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 01:52 PM
Updated : 4 Sept 2017, 03:30 PM

চমৎকার খেলতে থাকা সাব্বির ৬৬ রান করে ফিরেন স্টাম্পড হয়ে। ন্যাথান লায়নকে পুল করতে গিয়ে তাল হারিয়েছিলেন, সেই সুযোগে বেলস ফেলে দেন ম্যাথু ওয়েড।

তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সাব্বির মনে করেন, মুশফিকুর রহিমের সঙ্গে তিনি দিন শেষ করতে পারলে চট্টগ্রাম টেস্টে খুব ভালো অবস্থানে থাকত বাংলাদেশ।

“(শট খেলতে গিয়ে) ভারসাম্য রাখতে পারিনি আমি। আমি নট আউট থাকলে দল ভালো অবস্থানে থাকত। তারপরও আমরা ভালো অবস্থানে আছি। দিন শেষে ভালো খেলেছি, এটিই অর্জন আমাদের।”

প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৫৩। সাব্বির মনে করেন, এদিন উইকেট একটু বেশিই হারিয়েছেন তারা।

“উইকেট (দেখে যেমন সহজ মনে হচ্ছে) এত সহজ নয়।… সব মিলিয়ে ভালো খেলেছি আমরা। ২৫৩ রান করেছি। উইকেট একটু বেশি পড়ে গেছে।”