‘আমার কাজ ছিল মুশফিক ভাইকে সহায়তা করা’

শত রানের জুটিতে দুই জনে ব্যাট করেছেন দুই মেজাজে। মুশফিকুর রহিম ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। সাব্বির রহমান খেলেছেন সহজাত ক্রিকেট। জুটিতে তার অবদান প্রায় দ্বিগুণ। তবুও ১০৫ রানের সেই জুটির জন্য অধিনায়ককেই বেশি কৃতিত্ব দিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 01:26 PM
Updated : 4 Sept 2017, 03:29 PM

সাব্বির ক্রিজে আসার সময় বাংলাদেশের স্কোর ১১৭/৫। চেপে বসা অস্ট্রেলিয়ার বোলিংয়ের ফাঁস আলগা করার কাজটা করেন তিনিই। পাল্টা আক্রমণে রান তুলেছেন দ্রুত। মুশফিক কেবল সঙ্গ দিয়ে গেছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাব্বির বলছিলেন তাদের শত রানের জুটি নিয়ে।

“উইকেটে আমি অতটা মানিয়ে নিতে পারিনি। নিজের মত খেলেছি। মুশফিক ভাই ছিল অন্য প্রান্তে। আমার কাজ ছিল তাকে সাপোর্ট করা।”

“মুশফিক ভাই ৫০টির বেশি টেস্ট খেলেছে। আমি ৮টি। আমার সঙ্গে যদি মুশফিক ভাইয়ের মত একজন থাকে, আমার কাজ তাকে সহায়তা করা। যেটি করার দরকার ছিল, সেটিই করেছি।”

পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটিতে মুশফিকের অবদান ৯৫ বলে ৩৫ রান। সাব্বির ১১৩ বলে ৬৬।

প্রায় চার ঘণ্টা ধরে ক্রিজে থাকা অধিনায়ক দিন শেষে অপরাজিত ৬২ রানে। ৬ উইকেটে ২৫৩ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।