প্রথম ৫ জনই বাঁহাতি নামিয়ে রেকর্ডে বাংলাদেশ

লাঞ্চের ঠিক আগে সৌম্য সরকার আউট হলেন দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। পাঁচে ব্যাট করতে নামলেন সাকিব আল হাসান। ব্যাটিং পজিশনের একটি জায়গায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ গড়ল রেকর্ড। প্রথম ৫ জনই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশের এই প্রথম!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 07:05 AM
Updated : 4 Sept 2017, 02:50 PM

তামিমের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন যথারীতি সৌম্য। তিনে ইমরুল কায়েস। দলে ফেরা মুমিনুল হক চারে। পাঁচে সাকিব।

প্রথম ৫ ব্যাটসম্যানই বাঁহাতি টেস্ট ইতিহাসেই আগে ছিল মাত্র দুবার। প্রথমবার ছিল ২০০২ সালে। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ৫ জনই ছিলেন বাঁহাতি।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীল   ঙ্কার ইনিংস শুরু করেছিলেন মাইকেল ভ্যানডর্ট ও জিহান মুবারক। তিনে নেমেছিলেন নাভিদ নওয়াজ। চারে হাশান তিলকরত্নে। অধিনায়ক ও এমনিতে ওপেনার সনাৎ জয়াসুরিয়া খেলেছিলেন পাঁচে।

পরেরবারও হয়েছিল শ্রীলঙ্কায়, তবে এবার শ্রীলঙ্কা ছিল প্রতিপক্ষ। ২০১০ সালে পাল্লেকেলে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু করেছিলেন ক্রিস গেইল ও ডেভন স্মিথ। তিনে খেলেছিলেন ড্যারেন ব্রাভো, চারে শিবনারায়ন চন্দরপল। আর পাঁচে খেলেছিলেন ব্রেন্ডন ন্যাশ।