বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান মুশফিক

জাতীয় ক্রিকেট দলকে ছুঁয়ে গেছে বন্যার্তদের কষ্ট। অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো খেলে খানিকটা হলেও হাসি ফোটাতে চান তাদের মুখে। সিরিজ শেষে দাঁড়াতে চান বন্যার্তদের পাশে। 

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2017, 10:30 AM
Updated : 3 Sept 2017, 03:00 PM

দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ বন্যার কবলে। তাদের মাঝে এরই মধ্যে নিজেদের উদ্যোগে ত্রান দিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ত্রান বিতরণ করেছে। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দান করেছে ২ কোটি টাকা।   

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার এক সংবাদ সম্মেলনে মুশফিক জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে বন্যার্তদের ত্রান দেওয়ার পরিকল্পনা আছে তাদের।

“হ্যাঁ, আমরা পরিকল্পনা করছি। এরই মধ্যে আমরা কিছু টাকা বন্যার্তদের সাহায্যে খরচ করেছি। সিরিজ শেষে আমাদের কয়েকজন ত্রাণ দিতে যাব।”

“বন্যার এই সময়ে মাঠে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আশা করি তাদের মুখে কিছুটা হলেও হাসি দেখতে পারব। বন্যার্তদের জন্য শুভ কামনা। দোয়া করছি, যাতে বন্যা দূর হয়ে যায় এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে।”