বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

স্পিনে উপমহাদেশে বরাবরের দুর্বলতার কারণে নয়। নয় চুক্তি বিতর্কের কারণে প্রস্তুতির ঘাটতি থাকায়। বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সও নয়। মিরপুর টেস্টে অস্ট্রেলিয়া হেরেছে টেস্টের আগে কোনো প্রতিযাগিতামূলক মাচ না খেলায়! একটি ক্রিকেট ওয়েবসাইটে লেখা কলামে এমনটিই বলেছেন ইয়ান চ্যাপেল।

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2017, 10:08 AM
Updated : 4 Sept 2017, 06:40 PM

নতুন মৌসুম শেষে বিরতির পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচটি ভেস্তে গেছে মাঠ অনুপযোগী থাকায়। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়েছে। চ্যাপেলের মতে, অস্ট্রেলিয়ার পরাজয়ের মূল কারণ এটিই।

তবে সাবেক অধিনায়কের সঙ্গে ঠিক একমত নন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক। চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে উঠল চ্যাপেলের কলামের প্রসঙ্গ। স্টিভেন স্মিথ পরাজয়ের পেছনে কোনো অজুহাত না দিয়ে মেনে নিলেন আগের টেস্টে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব।

“প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে অবশ্যই ভালো হতো। তবে সেটিকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা নিজেদের কাজ ঠিকমত করতে পারিনি, যতটা ভালো খেলতে পারতাম, ততটা পারিনি। বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে।”

টেস্ট হেরে অস্ট্রেলিয়া এখন সিরিজ হারের শঙ্কায়। মিরপুরে হারের পর তুমুল সমালোচনা হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ও ক্রিকেট মহলে। সিরিজ হারলে নিশ্চয়ই অপেক্ষা করছে আরও সমালোচনার তীর! সেই চাপটা লুকালেন না স্মিথ।

“স্কোরলাইন যেটাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চাপের। আমরা ১-০তে পিছিয়ে আছি, সমতায় শেষ করতে হলে জিততেই হবে। সেটা করতে হলে গত সপ্তাহের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের। গত ম্যাচে যেভাবে খেলেছে, তাতে বাংলাদেশ অবশ্যই আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। আমাদের অনেক ভালো খেলতে হবে।”

চট্টগ্রামেও হারলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া নেমে যাবে ছয়ে, গত ২৯ বছরে যেটি হবে দলের সর্বনিম্ন অবস্থান।