ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরায় তামিম, বোলিংয়ে সাকিব

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ে বড় অবদান- নিজেদের পঞ্চাশতম টেস্ট সাফল্যে রাঙিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সেই পারফরম্যান্সের প্রতিফলন র‌্যাঙ্কিংয়েও। দুজনেই উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 07:18 AM
Updated : 31 August 2017, 07:18 AM

বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান ও সফলতম টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়েও দুই বিভাগে এখন একই অবস্থানে। দুজনেই ১৪!

মিরপুর ব্যাটিং দুরূহ উইকেটে দুই ইনিংসে ৭১ ও ৭৮ রানের ইনিংস খেলেছেন তামিম। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। আইসিসি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেরা অবস্থান এটিই।

সাকিব দুই ইনিংসে নিয়েছেন ৫টি করে উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। এই পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে।

বাংলাদেশের স্পিন ত্রয়ীর অন্য দুজনও এগিয়েছেন র‌্যাঙ্কিংয়ে। মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৩ ধাপ, উঠেছেন ৩০ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে তাইজুল ইসলাম।

ব্যাট হাতে ৮৪ রানের ইনিংস খেললেও এক ধাপ পিছিয়ে সাকিব নেমেছেন ১৭ নম্বরে। এক ধাপ পিছিয়ে ২৩ নম্বরে মুশফিকুর রহিম।

ম্যাচের চতুর্থ ইনিংসে দারুণ সেঞ্চুরি করে সেরা দশে ঢুকেছেন ডেভিড ওয়ার্নার। পাঁচ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার এখন ছয়ে। মিরপুরে ভালো না করতে পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ।