দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ওটিস গিবস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছাড়বেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 02:36 PM
Updated : 30 August 2017, 02:36 PM

গিবসনের অধীনে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত দেশটির কোচ ছিলেন সাবেক পেসার গিবসন। ৪৮ বছর বয়সী এই কোচ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে।

“খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু সুখের সময় কাটিয়েছি। এখন কোচ হিসেবে সেখানে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি।”

এই খবরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের পদ থেকে রাসেল ডোমিঙ্গোর বিদায় নিশ্চিত হয়ে গেল। গত চার বছর ধরে এই পদে ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা গিবসন দুই দফায় ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন। ২০০৭ সালে যোগ দেওয়ার পর ছিলেন ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়ার আগ পর্যন্ত। আবার ফিরেন ২০১৫ সালে।