তবু নিজেকে সেরাদের কাতারে ভাবেন না সাকিব

পরিসংখ্যানের একটি জায়গায় তিনি ক্রিকেট ইতিহাসে সবার ওপরে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিনটি সংস্করণেই বিশ্ব সেরা অলরাউন্ডার। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও নয় কি? পরিসংখ্যান সেটি বললেও সাকিব আল হাসান নিজেকে এখনও দেখেন না সেই উচ্চতায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 12:07 PM
Updated : 30 August 2017, 03:08 PM

৫০ টেস্টে সাকিবের রান এখন ৩ হাজার ৫৬৮। উইকেট ১৮৬টি। ৫০তম টেস্ট শেষে এত ভালো রেকর্ড ছিল না সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত স্যার গ্যারি সোবার্সের। ছিল না সর্বকালের সেরাদের আরেকজন জ্যাক ক্যালিসের। আশির দশকের বিখ্যাত চার অলরাউন্ডার ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম ও রিচার্ড হ্যাডলির ছিল না। ছিল না অস্ট্রেলিয়ার সেরা অলরাউন্ডার কিথ মিলারেরও। ৫০ টেস্ট শেষে ৩ হাজার রান ও ১৫০ উইকেটই ছিল না আর কারও।

তবে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও তুলনায় যেতে রাজি নন সাকিব। খুশি তিনি নিজের কাজটুকু করে যেতে পেরেই।

“না, ওরকম কিছু মনে হচ্ছে না (সেরাদের কাতারে)। আমার কাজ যেহেতু দুইটি দিক দিয়েই আছে (ব্যাটিং-বোলিং), চেষ্টাটা থাকবে দুটি দিকেই সমানভাবে অবদান রাখার।”

বিনয়ী হয়ে যতই নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, পরিসংখ্যান-পারফরম্যান্সে সাকিব সেরাদের একজনই। হয়ত ক্যারিয়ার শেষে নিজেকে নিয়ে যাবেন সর্বকালের সেরার ছোট্ট তালিকায়!