প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রান টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ব্যাট করা হওয়ার কথা আরও কঠিন। তার পরও অ্যাশটন অ্যাগারের বিশ্বাস, যে কোনো রান তাড়া করতে পারে অস্ট্রেলিয়া!
Published : 28 Aug 2017, 08:22 PM
দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে এগিয়ে বাংলাদেশ। উইকেটের যা অবস্থা, তাতে চতুর্থ ইনিংসে আড়াইশ রানের লক্ষ্যও অস্ট্রেলিয়ার জন্য হওয়ার কথা ভীষণ দুরূহ।
উইকেট আরও কঠিন হবে, সেটা বলছেন অ্যাগার নিজেই। তার পরও আত্মবিশ্বাসের কমতি নেই। তবে যোগ করে দিচ্ছেন অনেক যদি-তবে-কিন্তু!
“আমি বিশ্বাস করি আমরা যে কোনো রান তাড়া করতে পারি। কারণ আমার ধারণা, কাল সকালে ওদের আমরা দ্রুত গুটিয়ে দিতে পারব।”
“কাজটা কঠিন হবে অবশ্যই, কারণ এই উইকেটে যে কোনো পুঁজি নিয়েই লড়াই করা যায়। কিন্তু আমার বিশ্বাস, প্রথম ইনিংস থেকে শিক্ষা নেবে আমাদের ব্যাটসম্যানরা।”
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ দুই জুটিতে রান এসেছে ৭৩। সেই লড়াই থেকেই ইতিবাচক ভাবার সাহস পাচ্ছে অস্ট্রেলিয়া।
“আমরা বেশ ইতিবাচক আছি। আজকে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা। এখানে সবকিছুই বেশ দ্রুত ঘটতে পারে। বল স্পিন করছে, অনেক টার্ন করছে। কিছু বল লাফিয়েছে আচমকা। তো আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি ছন্দ ধরে রাখতে পারি, কাল ওদের দ্রুত গুটিয়ে দিতে পারব।”
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৬০। দ্বিতীয় দিন চা-বিরতির পর অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২১৭ রানে।