সৌম্যর আত্মঘাতী শটে অবাক অ্যাগার

দিনটি বাংলাদেশের। তবে একটি কাঁটার খোঁচা। সৌম্য সরকারের শট। শেষ বেলায় উইকেট যেতেই পারে, তাই বলে অমন আত্মঘাতী শটে! এমনই এক শট, যে উইকেট পাওয়া বোলার অ্যাশটন অ্যাগার পর্যন্ত অবাক!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 01:50 PM
Updated : 28 August 2017, 03:00 PM

অথচ ওই শটের আগ পর্যন্ত নিজেকে বাধ দিতে পেরেছিলেন সৌম্য। সহজাত স্ট্রোকপ্লে দমিয়ে রেখে খেলছিলেন ধীর-স্থির ভাবে। উইকেটে কাটিয়ে দিয়েছিলেন প্রায় সোয়া এক ঘণ্টা, রান ১৫।

আরেকপাশে তামিম ইকবাল বরাবরের মতোই খেলছিলেন আস্থার সঙ্গে। ২০ ওভার নিরাপদে কাটিয়ে দেন দুই ওপেনার। বাকি ছিল দুই ওভার। তখনই সৌম্যর হঠাৎ খ্যাপাটে শট। উড়িয়ে মারতে চাইলেন অ্যাগারকে। বল উঠল অনেক উঁচুতে, কিন্তু এগোলো না বেশি দূর। মিড অন থেকে লং অনের দিকে ছুটে চারবারের চেষ্টায় ক্যাচ নিলেন উসমান খাওয়াজা।

দিনের খেলা শেষে অ্যাগার জানালেন, ওই সময়ে অমন শটে তিনি বিস্মিত। তবে উপহারটি বাঁহাতি স্পিনার গ্রহণ করছেন সাদরেই।

“আমি কিছুটা অবাক হয়েছি। বুঝতে পারি, কোন ভাবনা থেকে সে শটটা খেলেছে। ফিল্ডার ভেতরে ছিল, সে চেয়েছিল ওপর দিয়ে মারতে। কিন্তু খেলার ওই পর্যায়ে, উইকেটও যখন বোলারদের হয়ে অনেক কিছু করছিল, এটা ছিল ঝুঁকিপুর্ণ শট।”

“সৌভাগ্যজনক ভাবে শটটি আমার পক্ষে গেছে। আমি খুশি যে সে ওই ভুল করেছে।”