বোথামের পরই সাকিব

ব্যাট হাতে করেছিলেন ৮৪ রান। বল হাতে ৫ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন সাকিব আল হাসান। তবে এমন নৈপুণ্য তার জন্য নতুন নয়। এ নিয়ে করলেন ৮ বার!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 10:57 AM
Updated : 28 August 2017, 03:01 PM

একই টেস্টে অর্ধশতক রান করা ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব সাকিবের চেয়ে বেশি দেখাতে পেরেছেন কেবল একজনই। ১১ বার করেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম।

সাকিবের পরে আছেন বোথামের মতোই আশির দশকের আরেক গ্রেট; রিচার্ড হ্যাডলি করেছেন ৬ বার।

৫ বার এই কৃতিত্ব দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সঙ্গে এমন একজন, যার নামটি চমকে দিতে পারে অনেককেই। বোলার হিসেবে তিনি সর্বকালের সেরাদের একজন, তবে অলরাউন্ডার হিসেবে ছিল না পরিচিতি। ম্যালকম মার্শাল!

টেস্টে ৩৭৬ উইকেট শিকারি মার্শাল অর্ধশতক করেছেন ১০টি। তার ৫টিতেই পাশাপাশি নিয়েছিলেন ৫ উইকেট।

বাংলাদেশ থেকে এই কৃতিত্ব আছে আর কেবল দুজনের। একবার করে করেছেন মোহাম্মদ রফিক ও সোহাগ গাজি।

এই টেস্টে ৫ উইকেট নিয়ে টেস্টে মোট ১৬ বার ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব। বাঁহাতি স্পিনে তার চেয়ে বেশি বার নিয়েছেন কেবল ৩ জন। ৩১ বার নিয়েছেন রঙ্গনা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। সাকিবের ঠিক ওপরে ডেরেক আন্ডারউড, ৫ উইকেট নিয়েছেন ১৭ বার।