ইংল্যান্ড সফরে এইচপি দলের নেতৃত্বে শান্ত

ইংল্যান্ড সফরের হাই পারফরম্যান্স দলে জায়গা পেয়েছেন জাতীয় দলে খেলা সাত ক্রিকেটার। আট ম্যাচের সফরে দলকে নেতৃত্ব দেবেন হঠাৎ করেই টেস্ট খেলে ফেলা নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 03:58 PM
Updated : 27 August 2017, 03:58 PM

রোববার বিসিবি ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন চোখের সমস্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দল থেকে ছিটকে পড়া মোসাদ্দেক হোসেন। ইংল্যান্ড সফরের দলে থাকায় নিশ্চিত হয়ে গেল, দ্বিতীয় টেস্টের দলেও থাকছেন না তিনি।

লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দার, পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন, লেগ স্পিনার জুবায়ের হোসেন, বাঁহাতি পেসার আবু হায়দার ও ডানহাতি পেসার শুভাশিস রায় চৌধুরী জায়গা পেয়েছেন হাই পারফরম্যান্স দলে।

ঘরোয়া ক্রিকেটে ভালো সময় কাটানো আল আমিন জুনিয়র, সাদমান ইসলাম, জাকির হাসান আছেন তাদের সঙ্গে।

৬ সেপ্টেম্বর দেশ ছাড়বে হাই পারফরম্যান্স দল। কয়েকটি কাউন্টির দ্বিতীয় সেরা ও অ্যাকাডেমি দলের বিপক্ষে খেলে ১৭ সেপ্টেম্বর ইংল্যান্ড ছাড়বে শান্তর দল।

হাই পারফরম্যান্স দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, তানবীর হায়দার (সহ-অধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফ উদ্দিন, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার, এবাদত হোসেন, ইমরান আলী, সৈয়দ খালিদ হোসেন, শুভাশিস রায় চৌধুরী।

অপেক্ষমান: মেহেদী হাসান সিদ্দিক, আজমির আহমেদ, আবুল হাসান, আবু জায়েদ চৌধুরী, নিহাদ-উজ-জামান।