অন্তত ২৫০ রান চেয়েছিল বাংলাদেশ

উইকেট ঠিক মত পড়েই লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান জানিয়েছেন, প্রথম ইনিংসে অন্তত আড়াইশ রান করতে চেয়েছিলেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 03:12 PM
Updated : 27 August 2017, 04:05 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ২৬০ রান করে বাংলাদেশ। সাকিবের ৮৪ আর তামিম ইকবালের ৭১ রান এতে রেখেছে সবচেয়ে বড় অবদান।

বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। চতুর্থ ওভারে ১০ রানের মধ্যে ফিরেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। সাকিব-তামিমের ১৫৫ রানের জুটিতে ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে সাকিব জানান, পরের ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছেন তারা।

“বল কিন্তু প্রথম থেকেই ঘুরছিল। বিশ্বাস ছিল, যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে। আমাদের লক্ষ্য ছিল আড়াইশ রান করা। যেটা করতে পেরেছি। নাসির-মিরাজ ও শফিউলের ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ ছিলো।”

সপ্তম উইকেটে ৪২ রানের জুটি গড়েন নাসির ও মিরাজ। শেষ দিকে ১৩ রান আসে শফিউলে ব্যাট থেকে।