চালকের আসনে বাংলাদেশ: সাকিব

শেষ বেলার ৩ উইকেট বাংলাদেশকে ঢাকা টেস্টের চালকের আসনে নিয়ে এসেছে বলে মনে করেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বাকি ৭ উইকেট দ্রুত তুলে নিয়ে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে চান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 02:45 PM
Updated : 27 August 2017, 04:06 PM

বাংলাদেশের ২৬০ রানের জবাবে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮/৩। ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা ও নাইটওয়াচম্যান নাথান লায়ন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববারের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব বলছিলেন ম্যাচের পরিস্থিতি নিয়ে।

“আমরা হয়তো এখন চালকের আসনে আছি। তবে কালকে একটা নতুন দিন এবং আমাদের আরও সাতটা উইকেট নিতে হবে। সেটাও আমাদের মাথায় আছে। এ ছাড়া ওদের ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে যারা বড় ইনিংস খেলতে পারে।”

“আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। যেহেতু টেস্ট ম্যাচ, প্রতিটি দিনেই নতুন নতুন পরিস্থিতি আসে। সেগুলো ঠিকভাবে সামলানো জরুরি।” 

প্রথম দিন আঁটসাঁট লাইনে বোলিংয়ের সুফল পেয়েছে বাংলাদেশ। সাকিব জানান, দ্বিতীয় দিন একই লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা।

“পরিকল্পনা থাকবে ভালো জায়গায় বোলিং করে যাওয়ার। উইকেট পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু ভালো জায়গায় বোলিং করা আমাদের নিয়ন্ত্রণে আছে। চেষ্টা থাকবে সেটাই ঠিকভাবে করার।”