ইমরুলের পাশে অধিনায়ক

তিন নম্বরে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাওয়া ইমরুল কায়েসের পাশে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। অধিনায়কের বিশ্বাস, অস্ট্রেলিয়া সিরিজে দারুণ কিছু করবেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 04:05 PM
Updated : 26 August 2017, 04:11 PM

ইমরুলের চোটে ইনিংস উদ্বোধন করার সুযোগ পাওয়া সৌম্য সরকার ৮ ইনিংসে চারটি অর্ধশতক হাঁকিয়ে জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর কাটিয়ে দেওয়া ইমরুল দলে টিকে থাকতে তিন নম্বরে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন।

ইমরুলের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই মুশফিকের মনে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলনে সতীর্থের ওপর নিজের আস্থা থাকার কথা জানান অধিনায়ক।

“ওর জন্য খারাপ লাগে আসলে। নয় বছর খেলার পর এখনও খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি বলবো ও একটু দুর্ভাগা।”

“অনেক সময় টিম কম্বিনেশন বা পরিস্থিতির কারণে পছন্দ না হলেও ব্যাটিং পজিশনে পরিবর্তন আনতে হয়। তবে সে অসাধারণ প্লেয়ার। আশা করি এই সিরিজেও দারুণ কিছু করবে। গত ইংল্যান্ড সিরিজেও সে খুব ভালো ব্যাটিং করেছে।”