‘সাকিব, তামিমের জন্য খেলবে বাংলাদেশ’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2017 07:10 PM BdST Updated: 26 Aug 2017 10:12 PM BdST
সাকিব আল হাসান ও তামিম ইকবালের ৫০তম টেস্ট স্মরণীয় করে রাখতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটারের মাইলফলক টেস্ট জয় দিয়ে রাঙিয়ে রাখতে চান অধিনায়ক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে ৫০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন সাকিব, তামিম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, ঢাকা টেস্ট দুই সতীর্থকে উৎসর্গ করতে চান তারা।
“বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুজন খেলোয়াড়ের পঞ্চাশতম টেস্ট… আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, এই টেস্ট তাদের দুই জনের জন্য খেলার চেষ্টা করবো। তারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, আশা করি, আরও অনেক কিছু দেবে। চাই ওরাও নিজেদের মাইলফলক টেস্টে ভালো পারফরম্যান্স করুক, আমরা যেন ভালো ফল দিয়ে উপলক্ষটা উদযাপন করতে পারি।”

“ওরা খুব ভালো খেলোয়াড় আর অভিজ্ঞ। নিজেদের দিনে দুই জনই বিপজ্জনক। ওরা অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টেস্ট খেলেনি, ওদের জন্য এটা রোমাঞ্চকর চ্যালেঞ্জ হতে যাচ্ছে।”
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’