বাংলাদেশ তো ১০০ টেস্টের মাত্র ৯টি জিতেছে: স্মিথ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2017 06:34 PM BdST Updated: 26 Aug 2017 10:11 PM BdST
বাংলাদেশের কোচ ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় দল। সাকিব আল হাসানের মতে, দেশের মাটিতে প্রায় অপরাজেয় বাংলাদেশ। ২-০ ব্যবধানে জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাংলাদেশ দলের অনেকেই। এসব শুনে বিস্মিত স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক মনে করিয়ে দিলেন, টেস্ট ম্যাচের সংখ্যা তিন অঙ্ক ছুঁলেও বাংলাদেশের জয় এখনও দুই অঙ্ক স্পর্শ করেনি!
সবশেষ টেস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে সবশেষ টেস্টে হারিয়েছে ইংল্যান্ডকে। টেস্টে এভাবে উন্নতির পথে এগিয়ে চলাই হয়ত আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্নও এখন দেখতে পারছে দল।
তবে বাংলাদেশের এত আত্মবিশ্বাস দেখে স্মিথ মনে করিয়ে দিলেন রুঢ় বাস্তবতা।
“ওরা বেশ আত্মবিশ্বাসী, তাই না? আমি তো জানি, ওরা ১০০ টেস্টের মাত্র ৯টি জিতেছে! তো এটি বেশ আত্মবিশ্বাসী ঘোষণা। ওদের মন্তব্য আমাকে একটু বিস্মিত করেছে।”
অবশ্য বাংলাদেশের আত্মবিশ্বাসের কারণটিও বোঝেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
“অবশ্যই নিজেদের স্কিল সেট নিয়ে ওরা এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী। ঘরের মাটিতে খেলবে। বেশিরভাগ দল ঘরের মাটিতে ভালো খেলে। বাংলাদেশও ইদানিং ঘরের মাটিতে ভালো খেলছে। আমাদের জন্য এটি তাই হবে বেশ শক্ত চ্যালেঞ্জ।”
তবে আত্মবিশ্বাসের কমতি নেই স্মিথদেরও। অস্ট্রেলিয়ান অধিনায়কের বিশ্বাস, ভারত সফরের অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশে।
“আমার মনে হয়, এটি দারুণ একটি সিরিজ হবে। ভারতে আমরা কতটা শিখতে পেরেছি, সেটি দেখার ভালো সুযোগ এই সিরিজ। উইকেট দেখে মনে হলো অনেকটা ভারতের মতোই হবে। আশা করি, ভারত সিরিজ থেকে আমরা শিখতে পারব। কোনো সন্দেহ নেই সিরিজটি দারুণ রোমাঞ্চকর হবে!”
এটিতেও সন্দেহ নেই, বাংলাদেশের জয় ৯ থেকে ১০ হওয়া ঠেকাতে নিজেদের সেরাটাই খেলতে হবে অস্ট্রেলিয়াকে।
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
-
ইবাদত, খালেদকে আরও দায়িত্ব নিতে বললেন লিটন
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে