শ্রীলঙ্কা ওয়ানডে দলে চান্দিমাল, থিরিমান্নে

ভারতের বিপক্ষে সিরিজের শেষ তিন ওয়ানডের জন্য শ্রীলঙ্কা দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2017, 03:14 PM
Updated : 25 August 2017, 03:14 PM

দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া কাঁধের চোটে ১০ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলকা। পাল্লেকেলের সেই ম্যাচে স্লো ওভার রেটের জন্য দুই ম্যাচে নিষিদ্ধ হন অধিনায়ক উপুল থারাঙ্গা।

তিন মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন থারাঙ্গা। এর আগে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান চামারা কাপুগেদারা।

গুনাথিলকা ছিটকে যাওয়ায় সুযোগ এসেছে থিরামান্নের সামনে। দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর জানুয়ারিতে। তিনি এবং চান্দিমাল জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন না।

২০১৬ সালটা ওয়ানডেতে দারুণ কাটে চান্দিমালের। ১৩ ইনিংসে ছয়টি অর্ধশতক ও দুটি শতক হাঁকান তিনি। আঙুলের চোটে চলে যেতে হয় মাঠের বাইরে। ঘটে ছন্দপতন। ২০১৭ সালে খুঁজে ফিরছেন নিজেকে- রান করেছেন ২২.১৫ গড় আর ৬৫.২০ স্ট্রাইক রেটে।