ম্যাক্সওয়েলের চোখে দুর্দান্ত সাকিব

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সেরা বিজ্ঞাপন তিনি। বাংলাদেশের সেরা পারফরমারও। যে কোনো সিরিজের আগে প্রতিপক্ষের ভাবনার একটা বড় অংশ জুড়ে থাকেন সাকিব আল হাসান। এবারও তার ব্যতিক্রম নয়। সিরিজ শুরুর আগে গ্লেন ম্যাক্সওয়েলের কণ্ঠে শোনা গেল সাকিব বন্দনা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 11:49 AM
Updated : 23 August 2017, 11:49 AM

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হতে যাচ্ছে সাকিবের ৫০তম টেস্ট। বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় তুলনামূলক অনেক কম। অস্ট্রেলিয়ার সঙ্গেই যেমন সাকিব খেলবেন প্রথমবার। এর পরও র‌্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার সাকিব। ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার টেস্টের শীর্ষে ওঠার পর তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রেখেছেন শীর্ষে অবস্থান।

বুধবার মিরপুরে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাক্সওয়েল বললেন সেসব কথাই। বুঝিয়ে দিলেন, অস্ট্রেলিয়া আলাদা করেই ভাবছে সাকিবকে নিয়ে।

“সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার। অনেক দিন ধরেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। অসাধারণ ক্রিকেটার সে।”

সাকিব যেমন অবদান রাখেন ব্যাটে-বলে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাক্সওয়েলের কাছ থেকেও তেমন কিছু চান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ। তবে দুজনের সরাসরি তুলনায় যেতে চাইলেন না ম্যাক্সওয়েল।

“আমি আসলে মূলত ব্যাটসম্যান, আর সে সম্ভবত জেনুইন অলরাউন্ডার। আমার আগে চেষ্টা থাকবে রান করা। তার পর দলের প্রয়োজন হলে অফ স্পিন দিয়ে দলকে সহায়তা করা।”
 
উইকেট-কন্ডিশন যেমন, তাতে বল হাতে অবদান রাখার সুযোগ হয়ত যথেষ্টই পাবেন ম্যাক্সওয়েল।