বাংলাদেশের টপ অর্ডারকে টার্গেট অস্ট্রেলিয়ার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2017 05:42 PM BdST Updated: 21 Aug 2017 07:59 PM BdST
দুই টেস্ট, দুই ইনিংস, দুটি সেঞ্চুরি। ‘বাংলাদেশ’ নামটি মধুর অনুরণন তোলার কথা ড্যারেন লেম্যানের কানে। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুই টেস্টে দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। একটিতে করেছিলেন ১১০, আরেকটিতে ১৭৭। ১৪ বছর পর আবার সামনে বাংলাদেশ, তবে এবার তার ভূমিকা ভিন্ন।
সেই যুগের সেই প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়া এখন আর নেই। বাংলাদেশও টেস্টের আঙিনায় হাঁটি হাঁটি পা পা করার দিনগুলো পেছনে ফেলে এখন শক্ত জমিন পাওয়ার পথে। ক্রিকেটার লেম্যান যে দলে খেলেছেন, অস্ট্রেলিয়ার সেই দিন যেমন আর নেই; তেমনি ক্রিকেটার লেম্যান যে বাংলাদেশকে দেখেছিলেন, কোচ লেম্যান সামনে পাচ্ছেন ভিন্ন বাংলাদেশকে।
সেই সিরিজের সময় হুড়মুড় করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং আজ যথেষ্ট শক্তিশালী। সে সময় অনায়াসে রান করা লেম্যানের কণ্ঠে আজ তাই সমীহ। অস্ট্রেলিয়ান কোচ তাই এই সিরিজে দেখছেন কঠিন চ্যালেঞ্জ।
“ওদের ব্যাটিং লাইন আপের তলানি পর্যন্ত বেশ কিছু ভালো ব্যাটসম্যান আছে। দেশের মাটিতে ওদের রেকর্ড বেশ ভালো। ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। ওদের ব্যাটিংয়ের ধরনে টপ অর্ডারের ভুমিকা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের তাই নতুন বলে দ্রুত আক্রমণ করতে হবে।”
“উইকেট অবশ্যই স্পিন করবে এবং সম্ভবত রিভার্স সুইংও মিলবে। ওদের গভীরতা বেশ, দেশের মাটিতে বেশ ভালো দল। ভারতেও আমরা শুরুতে পথ তৈরি করেছিলাম, পরে আর ধরে রাখতে পারিনি বলে সিরিজ হারতে হয়েছে। আমাদের চ্যালেঞ্জ এখন দেশের বাইরে সিরিজ জয়।”
কিন্তু বাংলাদেশ যে দেশের মাটিতেই বেশি ভালো খেলে। দেশের বাইরে জয় এবারও সহজ হবে না লেম্যানদের জন্য।
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ