বোলিং উপভোগ করেন নাসির

দল নাসির হোসেনকে দেখতে চায় পুরোপুরি অলরাউন্ডার হিসেবে। তিনি নিজেকে মনে করেন একজন ব্যাটসম্যান, যিনি বোলিংটা উপভোগ করেন। দলের প্রয়োজনে বাড়তি খেটে বোলিংয়েও দায়িত্ব নিতে প্রস্তুত নাসির হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 12:47 PM
Updated : 20 August 2017, 12:47 PM

দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীর ভূমিকায় দলে এসেছেন নাসির। অর্থাৎ ব্যাটিংয়ের সঙ্গে তার অফ স্পিনটাও দলের প্রয়োজন।

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে মনে করেন, ইদানিং যেভাবে খেলছেন নাসির তা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ থাকবে তার।

দলে আসা-যাওয়ার মধ্যে থাকা নাসির আবার দলে ফিরেছেন ব্যাটিং দিয়েই। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে করেছিলেন দ্বিশতক। বোলিংয়ে এর মাঝে তেমন কিছুই করেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অবদান রাখতে হতে পারে বোলিংয়েও।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশের অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসির বলছিলেন নিজের বোলিং নিয়ে।

“বোলিংটা আমি উপভোগ করি। চেষ্টা করি ভালো বোলিং করার জন্য। যদি বোলিংয়ের সুযোগ হয় তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো কিছু করার।”

এ পর্যন্ত খেলা ১৭ টেস্টের ২১ ইনিংসে বোলিং করেছেন নাসির। নিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসেই করেছিলেন ২৫ ওভার করে। ক্যারিয়ার সেরা (৩/৫২) বোলিং করেছিলেন সেই ম্যাচেই। এরপর ১০ ওভারের বেশি বল করার সুযোগ হয়েছে মোটে দুইবার।