ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

এক দশকের বেশি সময় পর প্রথম টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 10:53 PM
Updated : 18 August 2017, 11:00 PM

শুক্রবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় পা রাখে স্টিভেন স্মিথ ও তার দল। এসময় এলিট ফোর্সের প্রায় ৩০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, অস্ট্রেলিয়া দলের বহনকারী বিমানটি রাত ১০টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এবারের সফরে দুটি টেস্ট খেলবে তারা। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ হবে ২২-২৩ অগাস্ট। প্রথম টেস্ট ঢাকায় শুরু হবে ২৭ অগাস্ট। আর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

 

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল স্টিভেন স্মিথের দলের। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সফর স্থগিত করে দেশটি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও আসেনি তারা।

একই ঝুঁকির কথা উল্লেখ করে গত বছরের শুরুতে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। সফলভাবেই শেষ হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০০৬ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল তারা।