পান্ডিয়ার এক ইনিংসে অনেক রেকর্ড

ঝড়ো সেঞ্চুরিতে তছনছ লঙ্কান বোলিং। ওলট-পালট রেকর্ড বইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরিতে হার্দিক পান্ডিয়া জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ের বেশ কয়েকটি পাতায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 01:20 PM
Updated : 13 August 2017, 01:22 PM

একটি রেকর্ডে পন্ডিয়াই ভারতের প্রথম। ১ রান নিয়ে শুরু করেছিলেন দিন, লাঞ্চে যান ১০৮ রান নিয়ে। এক সেশনেই একশ রানের বেশি। অবিশ্বাস্য হলেও সত্যি, যে কোনো দিন মিলিয়েই লাঞ্চের আগের সেশনে শতরান ভারতের টেস্ট ইতিহাসে এটিই প্রথম!

সব দেশ মিলিয়ে প্রথম দিন লাঞ্চের আগে সেঞ্চুরি আছে মাত্র ছয়টি। আর সব দিন মিলিয়ে লাঞ্চের আগের সেশনে সেঞ্চুরিতে পান্ডিয়া অষ্টাদশ।

একটিতে ভারতের প্রথম, আরেকটি রেকর্ডে পান্ডিয়া ভারতের সবার ওপরে। সেঞ্চুরির পথে লঙ্কান বাঁহাতি স্পিনার মালিন্দা পুস্পকুমারার এক ওভারে নিয়েছেন ২৬ রান। ভারতের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই।

এক ওভারে ২৮ রানের বিশ্ব রেকর্ড যৌথভাবে ব্রায়ান লারা ও জর্জ বেইলির। এক ওভারে ২৭ নিয়েছেন শহিদ আফ্রিদি। পান্ডিয়ার সামনেও সুযোগ ছিল বিশ্ব রেকর্ড গড়ার বা ছোঁয়ার। পুস্পকুমারার প্রথম দুই বলে চার মারেন পান্ডিয়া, পরের তিন বলেই ছক্কা। শেষ বলটি ছিল লেগ স্টাম্পে। তবু পান্ডিয়া পারেননি রান নিতে।

টানা তিন বলে ছক্কায় ভারতের হয়ে তৃতীয় পান্ডিয়া। এর আগে টানা চার বলে মেরেছিলেন কপিল দেব, তিন বলে মহেন্দ্র সিং ধোনি।

৮৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেছেন পান্ডিয়া, ভারতের হয়ে যা দেশের বাইরে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় ৭৮ বলে সেঞ্চুরি করেছিলেন বিরেন্দর শেবাগ।

৯৬ বলে ১০৮ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছেন পান্ডিয়া। ভারতের হয়ে এক ইনিংসে তার চেয়ে বেশি ছয় মেরেছেন একজনই। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ১২৪ রানের ইনিংসে নভোজোত সিং সিধু মেরেছিলেন ৮টি ছক্কা।

শ্রীলঙ্কার মাটিতে পান্ডিয়ার ৮৬ বলে সেঞ্চুরির চেয়ে কম বলে সেঞ্চুরি আছে আর মাত্র একটি। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৮১ বলে সেঞ্চুরি করেছিলেন মাহেলা জয়াবর্ধনে।

তৃতীয় টেস্ট খেলতে নামা পান্ডিয়ার এট শুধু প্রথম টেস্ট সেঞ্চুরিই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও প্রথম সেঞ্চুরি। টেস্ট ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় পান্ডিয়া। আগে করেছেন বিজয় মাঞ্জরেকার, কপিল দেব, অজয় রাত্রা ও হরভজন সিং।