বাংলাদেশে ওয়ার্নারের কাছ থেকে বড় রান চান লেম্যান

উপমহাদেশে টেস্টে অনুজ্জ্বল ডেভিড ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন ড্যারেন লেম্যান। অস্ট্রেলিয়ার প্রধান কোচের বিশ্বাস, এবার ঘুরে দাঁড়াবেন উদ্বোধনী ব্যাটসম্যান। বাংলাদেশ সফরে রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 11:00 AM
Updated : 11 August 2017, 01:33 PM

টেস্টে অস্ট্রেলিয়ায় ৬০.১১ গড়ে রান করা বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানের উপমহাদেশে গড় মাত্র ৩০.৩৮।

এশিয়ায় ২৫ ইনিংসে ওয়ার্নারের শতক মাত্র একটি, অর্ধশতক পাঁচটি। চলতি বছরের শুরুতে ভারত সফরে তার সর্বোচ্চ ছিল ৫৬।

এবারই প্রথমবারের মতো টেস্ট খেলতে বাংলাদেশে আসবেন ওয়ার্নার। লেম্যান মনে করেন, ওয়ার্নার বুঝতে পেরেছেন উপমহাদেশে তিনি কি করতে পারবেন আর পারবেন না।

“আমার বিশ্বাস, উপমহাদেশে সে তার (বাজে) ফর্ম কাটিয়ে ঘুরে দাঁড়াবে। আমি এখন পর্যন্ত যা দেখেছি, সে ভালো ছন্দে আছে। সে ভারতে ভালো শুরু পেয়েছিল, (ইনিংস) এগিয়ে নিতে পারেনি।” 

বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার বর্তমান দলের কারোরই। বাংলাদেশের বিপক্ষেও খেলার অভিজ্ঞতা নেই লেম্যানের কোনো শিষ্যর। অচেনা প্রতিপক্ষ-কন্ডিশনে ভালো শুরুর জন্য ওয়ার্নারের দিকে তাকিয়ে কোচ।

“সে যদি ইনিংস এগিয়ে নিতে পারে বাংলাদেশে আমাদের সিরিজ ভালো কাটবে। তাই তার জন্য, দলের জন্য ওর কাছ থেকে আমাদের বড় রান দরকার, যা সে স্বাভাবিকভাবে করে (অস্ট্রেলিয়ায়)।” 

২০০৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। ১৮ অগাস্ট বাংলাদেশে আসার কথা তাদের।