জাদেজার স্পিনে ইনিংস ব্যবধানে জিতল ভারত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2017 04:40 PM BdST Updated: 06 Aug 2017 04:48 PM BdST
রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ে এক দিন হাতে রেখেই কলম্বো টেস্ট জিতেছে ভারত। ইনিংস ও ৫৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার ২ উইকেটে ২০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ইনিংস পরাজয় এড়াতে তাদের দরকার ছিল আরও ২৩০ রান। দ্বিতীয় ইনিংস থেমে যায় ৩৮৬ রানেই।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
দিনের প্রথম ঘণ্টায় নাইটওয়াচম্যান মালিন্দ পুস্পকুমারা ও দিনেশ চান্দিমালকে হারায় শ্রীলঙ্কা। ৯২ রান নিয়ে খেলা শুরু করা উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নে পৌঁছান শতকে।

করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের দৃঢ়তায় ৪ উইকেটে ৩০২ রানে লাঞ্চে যায় শ্রীলঙ্কা। পরের সেশনে ৮৪ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় দলটি।
দ্বিতীয় সেশনের শুরুতে করুনারত্নে, ম্যাথিউস ও দিলরুয়ান পেরেরাকে ফিরিয়ে দেন জাদেজা। পরে ধনাঞ্জয়া ডি সিলভাকে বিদায় করে দ্বিতীয়বারের মতো ভারতের বাইরে পাঁচ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।
৩০৭ বলে খেলা করুনারত্নের ১৪১ রানের ইনিংসটি গড়া ১৬টি চারে। তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস। নিরোশান ডিকভেলা, রঙ্গনা হেরাথ শেষের দিকে পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।

আগামী শনিবার পাল্লেকেলেতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৬২২/৯ ইনিংস ঘোষণা
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯.৪ ওভারে ১৮৩
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১১৬.৫ ওভারে ৩৮৬ (করুনারত্নে ১৪১, থারাঙ্গা ২, মেন্ডিস ১১০, পুস্পকুমারা ১৬, চান্দিমাল ২, ম্যাথিউস ৩৬, ডিকভেলা ৩১, পেরেরা ৪, ডি সিলভা ১৭, হেরাথ ১৭*, প্রদিপ ১; যাদব ১/৩৯, অশ্বিন ২/১৩২, শামি ০/২৭, জাদেজা ৫/১৫২, পান্ডিয়া ২/৩১)
ফল: ভারত ইনিংস ও ৫৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?