চম্পকাকে খোলা মনে স্বাগত জানাবেন ওয়ালশ

আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। তবে চম্পকা রামানায়েকে আবার বাংলাদেশে ফিরছেন, এটা নিশ্চিতই। কোর্টনি ওয়ালশ এটিকে কিভাবে দেখছেন? বাংলাদেশ বোলিং কোচের উত্তরটি নিশ্চিত করবে সংশয়বাদীদের, নির্ভার করবে সবাইকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 11:59 AM
Updated : 25 July 2017, 02:17 PM

বাংলাদেশের সাবেক বোলিং কোচ চম্পকাকে এবার কোন দায়িত্ব দেওয়া হবে, সেটি নিশ্চিত নয় এখনও। একটা ভাবনা আছে, চম্পকাকে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব দিয়ে ওয়ালশকে করা হতে পারে পেস বোলারদের ‘মেন্টর’। আবার সাবেক শ্রীলঙ্কানকে পেসারকে হাই পারফরম্যান্স দলের দায়িত্বও দেওয়া হতে পারে। দেখভাল করবেন উঠতি পেসারদের। প্রয়োজনে কাজ করবেন জাতীয় পেসারদের সঙ্গে।

চম্পকার ভূমিকা শেষ পর্যন্ত যেটিই হোক, আপত্তি নেই ওয়ালশের। বরং দুজনে মিলেই একসঙ্গে এগিয়ে নিতে চান বাংলাদেশের ক্রিকেটকে।

“বাংলাদেশের ক্রিকেটকে সাহায্য করতে পারে, এমন যে কোনো কিছুর সমর্থক আমি। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে শুনেছি সে আসছে। সে এমন একজন, যাকে আমি বেশ ভালোভাবে চিনি। আমি তাকে দু হাত বাড়িয়ে স্বাগত জানাব। বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।”

ওয়ালশের কথাগুলো স্বস্তি দেবে বিসিবি কর্তাদের, দারুণ বার্তা বয়ে নেবে চম্পকা রামানায়েকের জন্যও।