ফেরার আগেই ছিটকে গেলেন রাহুল

কাঁধের চোট কাটিয়ে ফেরার কথা ছিল এই ম্যাচ দিয়েই। কিন্তু ফেরার দুয়ার থেকে আবার ছিটকে গেলেন লোকেশ রাহুলে। ভাইরাস জ্বরের কারণে ভারতীয় ওপেনার খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 01:13 PM
Updated : 24 July 2017, 01:14 PM

সোমবার দলের অনুশীলনে ছিলেন না রাহুল। দল রোববার প্রথম টেস্টের ভেন্যু গলে গেলেও রাহুল থেকে যান কলম্বোতেই।

গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কাঁধে চোট পান রাহুল। সেই চোট নিয়েই খেলে দারুণ সফল হন সিরিজে। পরে সেই চোটের কারণে খেলতে পারেননি আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়েস্ট ইন্ডিজ সফরে।

এবার শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচে অর্ধশতক করেছিলেন। পরে বলেছিলেন, ফেরার আগে বেশ নার্ভাস লাগছে তার। কিন্তু ফেরা দীর্ঘায়িত হলো জ্বরে।

রাহুলের আগেই কব্জির চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন আরেক ওপেনার মুরালি বিজয়। ভারতীয় স্কোয়াডে ওপেনার এখন দুজন, শিখর ধাওয়ান ও অভিনব মুকুন্দ।

তিন টেস্টের সিরিজের প্রথমটি গলে শুরু হবে আগামী বুধবার।