চোট পেয়ে কিছু দিনের বিশ্রামে মাহমুদউল্লাহ

প্রতিদিনের মতোই চলছিল ফিটনেস ট্রেনিং। রোববার সকালে ক্রিকেটাররা ছিল জিম সেশনে। কসরতের এক পর্যায়ে হঠাৎই টান লাগল মাহমুদুল্লাহর কোমরে। বিশ্রাম দেওয়া হলো তখনই। পরে ব্যথা বাড়তেই থাকল। স্ক্যান করার জন্য নেওয়া হলো হাসপাতালে। জানা গেল, আরও দীর্ঘায়িত হচ্ছে মাহমুদউল্লাহর বিশ্রাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 02:40 PM
Updated : 23 July 2017, 02:40 PM

সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদুল্লাহ জানালেন, কোমরের হাড়ের ব্যথা ভোগাচ্ছে তখনও।

“ব্যথা এখনও আছে বেশ, শরীর নাড়াতে পারছি না ঠিকমত। হাসপাতালে পরীক্ষার পর দেখা গেছে ওই জায়গাটায় একটু ফ্লুইড জমে গেছে। বায়েজিদ ভাই (বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম) বললেন, এগুলো না সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত তাই বিশ্রামে থাকতে হবে আরও কয়েক দিন।”

ফিটনেস ট্রেনিংয়ে দারুণ খাটছিলেন মাহমুদুল্লাহ। তার ফিটনেস এখন সতীর্থদের কাছেও উদাহরণ। ক্রিকেটারদের অনেকেই গত কদিনে বলেছেন, মাহমুদউল্লাহর ফিটনেস ট্রেনিং দেখার মত। এই চোট ছেদ টানল তাতে।

পায়ের চোটে বিশ্রামে থাকা সাকিব আল হাসান অবশ্য টুকটাক ট্রেনিং শুরু করেছেন। জ্বর ও ব্যথা নিয়ে কয়েকদিন বিশ্রামে থাকা মাশরাফি বিন মুর্তজা আবার ফিটনেস ট্রেনিং শুরু করবেন সোমবার থেকে।