২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মিরাজ

অনুমতির আনুষ্ঠানিকতা সারা হয়ে গেছে। রোববার অনাপত্তিপত্রে সই করে দিয়েছেন বিসিবি প্রধান। সব ঠিকঠাক থাকলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ২৭ জুলাই রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেন মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 11:55 AM
Updated : 17 July 2017, 11:55 AM

সিপিএলে মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সে। অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার ব্র্যাড হগের বদলে বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডারকে নিয়েছে দলটি।

সিপিএলের এবারের আসর শুরু হবে ৪ অগাস্ট। উদ্বোধনী দিনেই মিরাজের দল খেলবে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে।

সিপিএলে দল পেয়ে সে সময় দারুণ উচ্ছ্বসিত ছিলেন মিরাজ, “সুযোগটি পেয়ে আমি দারুণ খুশি। অনেক ভালো ভালো ক্রিকেটারের সঙ্গে খেলতে পারব এই টুর্নামেন্টে। আমার খেলায় উন্নতি হবে অনেক।

পুরো টুর্নামেন্ট অবশ্য খেলতে পারবেন না মিরাজ। দেশে ফিরতে হবে অস্ট্রেলিয়া সিরিজের আগেই। অনাপত্তিপত্র পেয়েছেন ১৫ অগাস্ট পর্যন্ত। ত্রিনবাগো তাকে পাবে তাই প্রথম ৫ ম্যাচে।

একই আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। তার দেশ ছাড়ার কথা ২৯ জুলাই।

সাকিব এবার নিয়ে তৃতীয়বার খেলবেন সিপিএলে। বাংলাদেশের হয়ে সিপিএলে খেলেছেন আর কেবল তামিম ইকবাল।