যেখানে অ্যান্ডারসনই প্রথম

ডিন এলগারের ব্যাট থেকে উড়ে এলো বল। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিলেন লিয়াম ডসন। রেকর্ড বইয়ে নাম লেখালেন জেমস অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে দেশের মাটিতে তিনশ টেস্ট উইকেট!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 01:47 PM
Updated : 14 July 2017, 06:27 PM

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে অ্যান্ডারসনের হাত ধরে টেস্ট ক্রিকেট দেখল আরেকটি প্রথম। দেশের মাটিতে তিনশর বেশি উইকেট আছে আর কেবল তিনজনের। তিনজনই স্পিনার। শ্রীলঙ্কায় ৪৯৩ উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ভারতে ৩৫০টি অনিল কুম্বলে ও অস্ট্রেলিয়ায় ৩১৯টি শেন ওয়ার্ন।

পেসারদের মধ্যে অ্যান্ডারসনের আগে সর্বোচ্চ ছিল গ্লেন ম্যাকগ্রার ২৮৯ উইকেট। ২৪৯টি নিয়ে পেসারদের তিনে মাখায়া এনটিনি।

দেশের বাইরে তিনশ উইকেট নেই কোনো পেসারের। ২৯০ উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশের এখনকার বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ম্যাকগ্রার ২৭৪টি।

স্পিনারদের মধ্যে দেশের বাইরে তিনশ উইকেট আছে কেবল দুইজনের। ৩৮৯টি নিয়েছেন ওয়ার্ন, ৩০৭টি মুরালিধরন।