ইংল্যান্ডের দুই যুগের অপেক্ষার অবসান

নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইংল্যান্ডের মেয়েদের। ১৯৯৩ সালের ২৪ জুলাইয়ের পর এই প্রথম বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 07:56 PM
Updated : 9 July 2017, 08:15 PM

সেবার ৪৩ রানে জিতেছিল ইংল্যান্ড, এবার মাত্র ৩ রানে।

১৯৯৩ সালের সেই ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে ইংল্যান্ড। তার পাঁচটিতেই হারে তারা, অন্যটি পরিত্যক্ত। এবার ব্রিস্টলে শেষ হল অপেক্ষা।

টস জিতে রোববার ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৯ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৯ রান ট্যামি বিউমন্টের। ৪৫ রানে অপরাজিত থাকেন ক্যাথরিন ব্রান্ট।

৪২ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার এলিস ভিলানি।

জবাবে ৮ উইকেটে ২৫৬ রানে থামে বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। সর্বোচ্চ ৭০ রান আসে এলিস পেরির ব্যাট থেকে। চোট কাটিয়ে ফেরা অধিনায়ক মেগ ল্যানিং করেন ৪০ রান।

দুটি করে উইকেট নেন অ্যালেক্স হার্টলি, ব্রান্ট ও জেনি গান। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্রান্ট।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে এসেছে ইংল্যান্ড। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে পরের দুটি স্থানে আছে অস্ট্রেলিয়া ও ভারত।