পারলেন না রুট, ব্রডের ব্যাটে ঝড়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2017 06:04 PM BdST Updated: 07 Jul 2017 08:38 PM BdST
হাতছানি ছিল ইতিহাসের। তবে জো রুট পারেননি সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে যেতে। প্রোটিয়া পেস সামলে শেষ দিকে ঝড় তুলে ইংল্যান্ডের রান বাড়িয়েছেন স্টুয়ার্ট ব্রড।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫৮ রান তুলেছে ইংল্যান্ড।
শুক্রবার ৫ উইকেটে ৩৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। রুট উইকেটে ছিলেন ১৮৪ রান নিয়ে। টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে নেতৃত্বের অভিষেকে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল হাতের নাগালে।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মইন আলি অবশ্য এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৮৭ রানে তাকে বোল্ড করে দেন কাগিসো রাবাদা। ওই ওভারেই ফেরান তিনি মার্ক উডকেও।
কিন্তু শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনকে নিয়ে প্রাটিয়াদের দারুণ ভোগান স্টুয়ার্ট ব্রড। চার বছর পর টেস্ট অর্ধশতকের দেখা পান ব্রড। সবশেষটি করেছিলেন ২০১৩ সালের জুলাইয়ে, অ্যাশেজে ট্রেন্ট ব্রিজে।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১০৫.৩ ওভারে ৪৫৮ (কুক ৩, জেনিংস ৮, ব্যালান্স ২০, রুট ১৯০, বেয়ারস্টো ১০, স্টোকস ৫৬, মঈন ৮৭, ডসন ০, ব্রড ৫৭*, উড ০, অ্যান্ডারসন ১২; মর্কেল ৪/১১৫, ফিল্যান্ডার ৩/৬৭, রাবাদা ১/১২৩, মহারাজ ০/১০৭, ডি ব্রুইন ০/৩০, বাভুমা ০/১৪)।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ