এইচপির জয়ে শান্তর সেঞ্চুরি

প্রথম ম্যাচে ১৯০ রান তাড়ায় ধুঁকেছে ব্যাটিং। তবে আগের দিনের সেই ব্যাটিংকে যেন দূর অতীতে ঠেলে পাঠাল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। জ্বলে উঠল ব্যাটিং, সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। পরে বোলাররা দলকে এনে দিলেন বড় জয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 12:05 PM
Updated : 6 July 2017, 03:49 PM

অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারিয়েছে বিসিবি এইচপি দল।

বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান তোলে বিসিবি এইচপি। এনটি আমন্ত্রিত একাদশের জ্যাকব ডিকম্যানও করেন সেঞ্চুরি। তবে তুলতে পারে তারা ২৪৩ রান।

আগের দিনের একাদশে চারটি পরিবর্তন আনে এইচপি দল। বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক লিটন দাস, তাসামুল হক, তানবীর হায়দার ও আবু হায়দারকে। একাদশে আসেন ইরফান শুক্কুর, ইয়াসির আলি চৌধুরি, নিহাদ-উজ-জামান ও এবাদত হোসেন।

এনামুল হকের সঙ্গে ইনিংস শুরু করেন মেহেদি মারুফ। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি মারুফ। ফিরে যান ৮ রানেই।

তিনে নামা শান্ত অবশ্য সেই ধাক্কা টেরই পেতে দেননি। এনামুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪২ রানের জুটি।

এনামুল রান পেয়েছেন বটে। তবে দীর্ঘদিন ধরে নিজের নামের পাশে থাকা প্রশ্নের উত্তর মিলল কিনা, সেটি নিয়ে থাকল সংশয়। ৫৮ রানের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা, কিন্তু বল খেলেছেন ৭৪টি!

তিনে নেমে শান্ত অবশ্য রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। এই ম্যাচের অধিনায়ক ১০২ বলে ১০১ করেছেন ৮ চারে। এমনিতে ওপেনার ইমতিয়াজ হোসেন আবারও মিডল অর্ডারে নেমে ৩৩ করেছেন ৩০ বলে।

ছয়ে নেমে ইয়াসির আলি ৩০ বলে করেছেন ২৫। শেষ দিকের দাবি মিটিয়েছেন ইরফান শুক্কুর। চারটি চার ও এক ছক্কায় ৪৮ বলে করেছেন অপরাজিত ৬০।

এনটি একাদশর শুরুটা ভালো হয়নি, তবে এরপর জবাবটাও হয়নি খারাপ। ওপনার ডয়েলকে ৮ রানে ফেরান এবাদত হোসেন। আরেক ওপেনার ম্যাকসুইনি ২৭ রানে শিকার আবুল হাসান রাজুর।

আগের দিনের মতোই এরপর দারুণ খেলতে থাকেন গ্রেগরি ও ডিকম্যান। তিনটি চার ও দুই ছক্কায় ৪৩ রানে ফেরেন গ্রেগরি।

এরপর পাঁচে নেমে কিছুক্ষণ ডিকম্যানকে সঙ্গ দেন ফ্রাই। ২৭ রানে ফ্রাই আউট হওয়ার পর একাই দলকে টেনেছেন ডিকম্যান। দু অঙ্ক ছুঁতে পারেননি পরের ছয় ব্যাটসম্যানের কেউ।  

৯৬ বলে ১০৫ রান করা ডিকম্যানকে ফিরিয়েছেন সাইফ উদ্দিন। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে তিনিই সফলতম বোলার।

আগের ম্যাচে দুই উইকেটের পর এদিন আবুল হাসান নিয়েছেন তিন উইকেট। আগের ম্যাচে না খেলা এবাদত হোসেন নিয়েছেন দুটি।

প্রথম ম্যাচে বিসিবি এইচপি জিতেছিল ১ উইকেটে। শুক্রবার তৃতীয় ম্যাচ হবে একই মাঠে।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি এইচপি: ৫০ ওভারে ৩১৩/৭ (বিজয় ৫৮, মারুফ ৮, শান্ত ১০১, ইমতিয়াজ ৩৩, শুক্কুর ৬০*, ইয়াসির ২৫, সাইফ উদ্দিন ১০, আবুল হাসান ০; রায়ান ১/৪৭, ম্যাককেল ৪/৫১, ডেভ ০/৪২, ডয়েল ০/৫২, মার্টিন ১/৫৯, ব্রিঙ্কস ১০/২০, ম্যাকসুইনি ০/৪৭)।

এনটি আমন্ত্রিত একাদশ: ৪৫.৫ ওভঅরে ২৪৩ (ডয়েল ৮, ম্যাকসুইনি ২৭, গ্রেগরি ৪৩, ডিকম্যান ১০৫, ফ্রাই ২৭, ডিক ৫. মার্টিন ০, মাইলিয়াস ৩, ডেভ ৮, রায়ান ১*, ম্যাককেল ০; আবু জায়েদ ৬-০-৩৭-০, এবাদত ৮.১-১-৩৫-২, সাইফ উদ্দিন ৮-১-৩৬-৪, আবুল হাসান ৭-০-৫৭-৩, নিহাদ-উজ-জামান ৯-১-৪০-০, জুবায়ের ৭-০-৪৩-০)।

ফল: বিসিবি এইচপি ৭০ রানে জয়ী