অভিষেকে হ্যাটট্রিকে হাসারাঙ্গার ইতিহাস

বাংলাদেশে গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন শ্রীলঙ্কার অন্যতম সেরা পারফরমার। ঘরোয়া ক্রিকেটে অল্প সুযোগেও ব্যাটে-বলে দেখিয়েছেন প্রতিভার ঝিলিক। প্রতিভা আর ভবিষ্যত সম্ভাবনায় ভরসা রেখে দ্রুতই নেওয়া হলো জাতীয় দলে। ভানিদু হাসারাঙ্গা সেটির প্রতিদান দিলেন অভিষেকেই হ্যাটট্রিক করে। গড়লেন ইতিহাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 07:37 AM
Updated : 2 July 2017, 08:17 AM

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন ১৯ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার। টানা তিন বলে নিয়েছেন জিম্বাবুয়ে শেষ তিন উইকেট। ওয়ানডে ক্রিকেটে এটি ৪২তম হ্যাটট্রিক। তবে কোনো লেগ স্পিনারের প্রথম!

অভিষেকে হ্যাটট্রিক করার কীর্তি হাসারাঙ্গার আগে আছে মাত্র দুজনের। ২০১৪ সালে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। পরের বছর বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিকসহ ১৬ রানে ৬ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

গলে এদিন সপ্তম বোলার হিসেবে আক্রমণে হাসারাঙ্গা। এক ওভার করিয়েই তাকে সরিয়ে নেন অধিনায়ক। আবার আক্রমণে আনেন খানিক পরই। জিম্বাবুয়ের তখন ৭ উইকেট নেই। স্পেলের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক।

ওভারের প্রথম বলটিতে চার মেরেছিলেন ম্যালকম ওয়ালার। পরের বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড। পরের বলটি গুগলি। কিছু না বুঝতে পেরে এলবিডব্লিউ ডোনাল্ড টিরিপানো।

পরের বলটি আবারও গুগলি। লোয়ার অর্ডারের জন্য একটু বেশিই ভালো বল। ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বোল্ড টেন্ডাই চাতারা। সতীর্থদের উল্লাস-উচ্ছ্বাসের মধ্যমণি তখন হাসারাঙ্গা।

২.৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট হাসারাঙ্গার। ৪ উইকেট নিয়ে মিডল অর্ডারে ছোবল দিয়েছেন চায়নাম্যান লাকশান সান্দাকান। আগের ম্যচে ৩১৬ রান তাড়ায় রেকর্ড গড়ে জয়ী জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৫৫ রানেই।