আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন রনকি

নিউ জিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 10:40 AM
Updated : 22 June 2017, 10:40 AM

নয় বছরের আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৮ ও ২০০৯ সালে তাদের হয়ে খেলেছিলেন চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ২০১৩ সাল থেকে খেলেছেন জন্মভূমি নিউ জিল্যান্ডের হয়ে।

৩৬ বছর বয়সী রনকি সব মিলিয়ে খেলেছেন চারটি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি। ২০১৫ বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে ফাইনালে নিয়ে যেতে রেখেছিলেন অবদান।

তার ওয়ানডে গড় ২৩.৬৭, স্ট্রাইক রেট ১১৪.৫০, টি-টোয়েন্টিতে গড় ১৮.৮৯ আর স্ট্রাইক রেট ১৪১.৩৩।

ক্যারিয়ারের শেষ দিকে এসে ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছেন। বেশিরভাগ সময় ব্যাট করেছেন সাত নম্বরে। সেখানেই খেলেছেন অপরাজিত ১৭০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।

ঘরোয়া ক্রিকেটে এখনও খেলবেন রনকি। বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে বেড়াতে চান তিনি।