র‌্যাঙ্কিংয়ে মাশরাফি, তামিমের উন্নতি

চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। প্রথমবারের মতো দেশকে আইসিসির কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে নিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা তামিম ইকবাল এক ধাপ এগিয়েছেন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 02:07 PM
Updated : 19 June 2017, 04:08 PM

বাংলাদেশের অধিনায়ক আছেন ১৫তম স্থানে। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান পিছিয়ে ১৯তম স্থানে গেছেন। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখনও শীর্ষেই তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে শতক, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ ও সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৭০ রানের তিনটি দারুণ ইনিংসে ২৯৩ রান করা তামিম জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান আছেন ১৬তম স্থানে। সেরা ২০-এ তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনালে শতক করা রোহিত শর্মা উঠে এসেছেন ১০ নম্বরে।

১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হাসান আলি পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার। তরুণ এই পেসার ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে।