পয়েন্ট বাড়লেও র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলা বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। তবে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। প্রথমবারের মতো শিরোপা জিতে তাদের পেছনে ফেলে ছয় নম্বরে উঠেছে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 10:20 AM
Updated : 19 June 2017, 03:50 PM

৯৩ পয়েন্ট নিয়ে ৮ দলের টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে একমাত্র জয়টি পায় মাশরাফির দল। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হারের পরও ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই ছিল তারা।

কিন্তু ফাইনালে বিরাট কোহলিদের হারিয়ে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে পাকিস্তান। চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা এখন আছে সপ্তম স্থানে। ৯৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা।

৭৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কদিন পরেই ১১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। সরাসরি বিশ্বকাপে খেলার বাস্তবিক কোনো সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই সিরিজে যতটা সম্ভব রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে হবে জেসন হোল্ডারের দলকে।

১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। সেরা পাঁচে আছে ইংল্যান্ড (১১৩) ও নিউ জিল্যান্ড (১১১)।

স্বাগতিক ইংল্যান্ড এবং র‌্যাঙ্কিংয়ের সেরা অন্য সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে।