দোলেশ্বরের কাছে হারল শিরোপা জেতা গাজী

জয় দিয়ে শিরোপা উৎসব করা হল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের। সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সহজেই হারিয়েছে দোলেশ্বর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2017, 10:04 AM
Updated : 6 June 2017, 10:04 AM

আগের দিন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে আবাহনী জেতায় সেদিনই শিরোপা নিশ্চিত হয়ে যায় গাজীর। নাসির হোসেনের দলকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রানার্সআপ হয়েছে দোলেশ্বর।

সুপার লিগ শেষে গাজী, দোলেশ্বর ও আবাহনী তিন দলেরই পয়েন্ট ২৪। তিন দলের মুখোমুখি লড়াইয়ে গাজীর জয় তিনটি, দোলেশ্বরের দুটি আর আবাহনীর একটি। গতবারের চ্যাম্পিয়নরা লিগ শেষ করেছে তিন নম্বরে থেকে।

বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে ৫ উইকেটে ১৪২ রান করে গাজী গ্রুপ। এরপর বৃষ্টি নামলে সেদিন আর খেলা সম্ভব হয়নি। রিজার্ভ ডেতে ৫ বল বাকি থাকতেই ২২২ রানে গুটিয়ে যায় দলটি।

আগের দিন ৫০ রানে অপাজিত জহুরুল ইসলাম ৮৭ বলে বলে ৭টি চার ও দুটি ছক্কায় ফিরেন ৮৭ রানে। পরের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে খুব একটা সহায়তা পাননি তিনি। চল্লিশ পার হতে পারেননি দলের আর কোনো ব্যাটসম্যান।

৩১ রানে ৩ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন শরিফউল্লাহ, আরাফাত সানি ও দেলোয়ার হোসেন।

১০ ওভারের মধ্যে ৪৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফেরায় রান তাড়ার শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। একশ পার হওয়ার পর মার্শাল আইয়ুবকে ফিরিয়ে দেন মুমিনুল। সেটাই হয়ে থাকে গাজীর শেষ সাফল্য।

অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১১৯ রানের চমৎকার জুটিতে ৩৩ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন পুনিত বিশট ও শরিফউল্লাহ। ম্যাচ সেরা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিশট ৯১ বলে ১১টি চারে অপরাজিত থাকেন ৮৯ রানে। অলরাউন্ডার শরিফউল্লাহ ৫১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৯.১ ওভারে ২২২ (মুনিম ০, এনামুল ১০, মুমিনুল ৩৮, নাসির ৩, নাদিফ ৩৮, জহুরুল ৮৭, শুভ ১৫, আবরার ১০, মেহেদী ৮, হায়দার ৮, হোসেন ২*; ফরহাদ ৩/৩১, হাবিবুর ০/৩৯, দেলোয়ার ২/৫০, সানি ২/৩৫, ফেরদৌস ০/২৯, শরিফউল্লাহ ২/৩৭)

প্রাইম দোলেশ্বর: ৪৪.৩ ওভারে ২২৪/৪ (ইমতিয়াজ ১, মজিদ ২০, শাহরিয়ার ১৩, মার্শাল ৩৯, বিশট ৮৯*, শরিফউল্লাহ ৫১*; হায়দার ০/২৮, হোসেন ১/২৭, মেহেদী ১/৪৩, আবরার ১/৪০, নাসির ০/৪৩, মমিনুল ১/১৬, শুভ ০/২০)

ফল: প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: পুনিত বিশট