২০১৫ বিশ্বকাপ মনে পড়ছে মাশরাফির
ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2017 12:04 PM BdST Updated: 06 Jun 2017 01:02 PM BdST
দুই বছরের ব্যবধানে দুটি ম্যাচ। দুটিই বৃষ্টির ছোবলে পরিত্যক্ত। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সবশেষ দুটি ম্যাচে নেই জয়-হার। দুবারই দুদল পেয়েছে ১ পয়েন্ট করে। আগেরবার সেই ১ পয়েন্ট বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল মহামূল্য। এবার?
২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশর ম্যাচ ছিল ব্রিজবেনে। মাইকেল ক্লার্কের দল ছিল পরিষ্কার ফেভারিট। কিন্তু খেলা হয়নি বৃষ্টিতে। সেই ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট পরে মসৃণ করে দিয়েছিল বাংলাদেশের কোয়ার্টার-ফাইনালের পথ। ইংল্যান্ডকে হারানোর পর সেই ১টি পয়েন্ট গড়ে দিয়েছিল ব্যবধান।
সেই স্মৃতি আবার নাড়া দিচ্ছে মাশরাফিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পয়েন্টটিকে বলা যায় বিশ্বকাপের চেয়েও বেশি সৌভাগ্যের। প্রায় হেরে যাওয়া ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে টুর্নামেন্টে টিকে গেছে বাংলাদেশ। সৌভাগ্যের সেই পয়েন্টই স্বপ্ন দেখাচ্ছে মাশরাফিকে।
“২০১৫ বিশ্বকাপ মনে পড়ছে আমার। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে একটি পয়েন্ট পেয়েছিলাম আমরা। সেটি আমাদের দারুণ সাহায্য করেছিল। আমরা গ্রুপ পর্ব উতরেছিলাম। এবারও আমরা ১ পয়েন্ট পেয়েছি, এবারও সুযোগ আছে।”
“হতে পারে যে কোনো কিছুই। নিউ জিল্যান্ডকে হারাতে হবে আমাদের, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। আমাদের কাজ হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা। এরপর কে জানে, আমরা যেতেও পারি (সেমিতে)…।”
সেবারের ১ পয়েন্ট যেমন মহামূল্য হয়ে উঠেছিল পরে ইংল্যান্ডকে হারানোয়, এবারও পয়েন্টটির মূল্য বাড়বে কেবল নিউ জিল্যান্ডকে হারাতে পারলেই। শুক্রবার সেই ম্যাচ কার্ডিফে।
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল