বাংলাদেশের সৌভাগ্যের এক পয়েন্ট
ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2017 04:25 AM BdST Updated: 06 Jun 2017 01:01 PM BdST
স্টিভেন স্মিথের সংবাদ সম্মেলন দর্শকের আসনে বসে শুনলেন মাশরাফি বিন মুর্তজা। শুনলেন আক্ষেপের কথা। স্মিথ শেষ করে বেরিয়ে যাওয়ার সময় এগিয়ে গেলেন মাশরাফি। অস্ট্রেলিয়ান অধিনায়কের কাঁধ চাপড়ে দিয়ে বললেন, “ব্যাডলাক…গুড লাক ফর দা নেক্সট ম্যাচ।”
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার জন্য যেটি ছিল ‘গুডলাক’, সেটিই এদিন ‘ব্যাডলাক’। নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কল্যাণে একটি পয়েন্ট পেয়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির কারণেই হারাল এক পয়েন্ট।
অস্ট্রেলিয়ার দুর্ভাগ্যই বাংলাদেশের সৌভাগ্য। ভেস্তে যাওয়া ম্যাচে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছেন মাশরাফি। নিজেদের মানছেন ভাগ্যবান।
“অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য। আমাদের ভাগ্য ভালো যে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছি। জানি না আমরা সেমিতে যেতে পারব কিনা। তবে এই পয়েন্ট আমাদের জন্য অনেক লাকি পয়েন্ট। ম্যাচটি পুরো অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল।”
তবে বাংলাদেশ অধিনায়ক মনে করিয়ে দিলেন, অস্ট্রেলিয়াও একইভাবে পেয়েছিল ভাগ্যের ছোঁয়া। নিজেদের এখানে রাখছেন অস্ট্রেলিয়ার পাশাপাশিই।
“আজকের অস্ট্রেলিয়া অবশ্যই আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল। আগের ম্যাচে আবার অস্ট্রেলিয়ার ভাগ্য ভালো ছিল নিউ জিল্যন্ডের বিপক্ষে। আবহাওয়া নিয়ে কারও কিছু করার নেই। অস্ট্রেলিয়া ও আমাদের বাস্তবতা এখন একই প্রায়। ইংল্যান্ডকে হারাতে হবে ওদের, আমাদের জিততে হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া পয়েন্ট সত্যিই কতটা সৌভাগ্যের, সেটির উত্তর মিলবে সময়ে; বাংলাদেশ যদি হারাতে পারে নিউ জিল্যান্ডকে!
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন