মারুফের ক্যারিয়ার সেরা ব্যাটিং
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2017 06:28 PM BdST Updated: 02 Jun 2017 06:28 PM BdST
আগের ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পাওয়া মেহেদী মারুফ এবার খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার চতুর্থ শতকে জয়ে ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে।
বিকেএসপির চার নম্বর মাঠে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪২ রান করে শেখ জামাল। জবাবে ৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
লক্ষ্য তাড়ায় দলকে পথ দেখান উদ্বোধনী ব্যাটসম্যান মারুফ। জাকিরের সঙ্গে ১১৫, রাফাতুল্লাহ মাহমুদের সঙ্গে ৪৫ আর আসিফ আহমেদের সঙ্গে ৬৪ রানের তিনটি জুটিতে দলকে নিয়ে যান সহজ জয়ের পথে।
অফ স্পিনার সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে শেষ হয় ম্যাচ সেরা মারুফের ১২৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ। তার ১৪৩ বলের ইনিংসটি গড়া ১০টি চার ও ৪টি ছক্কায়।
এর আগে ১০০ রানের মধ্যে প্রথম ৫ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। ইলিয়াস সানির সঙ্গে ১০৪ রানের জুটিতে ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন তানবীর হায়দার।
৭০ বলে একটি ছক্কা আর ৬টি চারে ৫৭ রান করে ফিরেন সানি। মেহেদী হাসান রানাকে নিয়ে দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যান লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর। তার ৮৬ বলের ইনিংসে চার মাত্র তিনটি।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার আল আমিন হোসেন। তাইবুর রহমান ২ উইকেট নেন ৩৯ রানে।
১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক। সুপার লিগে টানা চার ম্যাচে হারা শেখ জামালের পয়েন্ট ১৪।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৪২/৭ (মাহমুদ ৭, আল মামুন ৩২, মাহবুবুল ২৭, সোহাগ ১৩, জিয়া ৬, তানবীর ৫৮, সানি ৫৭, মেহেদী ২০*, শাহাদাত ১*; আল আমিন ৩/৪৬, আরিফুল ০/৩৫, নাহিদুল ১/২০, রায়হান ০/২৮, তাইবুর ২/৩৯, রাফাতুল্লাহ ০/১৭, আসিফ ১/৪১)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৮ ওভারে ২৪৩/৫ (মারুফ ১২৭, শানাজ ২, জাকির ৪৯, রাফাতুল্লাহ ২৪, আসিফ ২৬, আরিফুল ৭*, আরিফুর ১*; শাহাদাত ০/১৯, রুবাইয়াত ১/২৭, সোহাগ ১/৫৪, সানি ০/৪২, তানবীর ১/৪৮, মাহমুদ ১/৩৭, মেহেদী ১/১২)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট