প্রস্তুতিতে সন্তুষ্ট তামিম

মিশন শুরু হয়েছিল গত ২৬ এপ্রিল। ইংল্যান্ডের উদ্দেশে সেদিনই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। উদ্দেশ্য সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প। এরপর আয়ারল্যান্ড, পরে আবারও ইংল্যান্ড। এক মাসের বেশি সময় ধরে এই প্রস্তুতি পর্ব এখন শেষ ধাপে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতির যবনিকা টানা আর মূল টুর্নামেন্ট শুরুর অপেক্ষা।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 05:10 PM
Updated : 29 May 2017, 06:51 PM

কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি? তামিম ইকবালের কণ্ঠে তৃপ্তির সুর। দল প্রায় প্রস্তুত। ঘর সাজানো হয়ে গেছে। এখন স্রেফ শেষ সময়ের গোছগাছের অপেক্ষা। শেষ প্রস্তুতি ম্যাচে সেটুকু সেরে নিতে চায় দল।

“আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। প্রথম সাসেক্সে ছিলাম। তার পর আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে বেশ ভালো করেছি আমরা। এখনে এসে প্রস্তুতি ম্যাচ খারাপ হয়নি। সবাই প্রস্তুত।”

“ছোটখাটো কিছু মানিয়ে নেওয়া বা গুছিয়ে নেওয়ার কিছু থাকলে আশা করি কালকের ম্যাচ থেকে নিয়ে নিতে পারব সবাই। যেভাবে অনুশীলন হচ্ছে, যেভাবে সব চলছে, আমি বেশ সন্তুষ্ট।”